বাউফলে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য বিষয়ে পাবলিক হিয়ারিং

বাউফলে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য বিষয়ে পাবলিক হিয়ারিং

 

মোঃ সাইফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:  পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য বিষয় পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত হয়। ১৬ জুলাই মঙ্গলবার দিন সকাল ১০ ঘটিকায় আ.স.ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পাবলিক হিয়ারিং সভায় প্রধান শিক্ষক আ: রব সভাপতিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেণ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি কর্মকর্তা মো: আবু জাফর। স্বাগত বক্তব্য রাখেন, গ্রানাউস এডমিন রেজাউল করিম। এ সময় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য বিষয় একটি সামাজিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
 পাবলিং হিয়ারিং সামাজিক নীরিক্ষা প্রতিবেদনে মূল বিষয় ছিল-সকল নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় যে গ্যাপ পূরনের লক্ষ্যেই কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহন করেছিল সরকার।
বাউফল উপজেলা সদর থেকে সাড়ে ৭ কিলোমিটার দূরত্ব পূর্ব দিকে অবস্থিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের  চরওয়াডেল কমিউনিটি ক্লিনিক। উত্তর ভিটে ২ কক্ষ বিশিষ্ট ছোট একটি বিল্ডিং। বিল্ডিং অনেক দিনের পুরাতন, ব্যবহার অনুপযোগী। ক্লিনিক অপরিস্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো থাকার নিয়ম থাকলেও প্রয়োজনীয় আসবাবপত্র এবং কক্ষের ভৌত কাঠামো কারনে সে রকম নেই। নেই ক্লিনিকে সিটিজেন চার্টার।  নেই মহিলা ডাক্তার এবং এফ ডাব্লিউ এ। জরুরী মায়ের স্বাস্থ্যসেবা জন্য কোনো যানবাহন নারীর স্বাস্থ্য, বিশেষত বয়:সন্ধিকাল করনীয়, গর্ভকালীন চিকিৎসা, প্রসব সেবা, পরিবার পরিকল্পনা পরামর্শ, শিশু স্বাস্থ্য পরিচর্যা, সহিংসতা শিকার নারীর স্বাস্থ্য উন্নয়ন, মাসিক নিয়মিতকরন,এবং প্রয়োজনী সরঞ্জমাদী এবং ওষুধ সরবরাহের উদ্দেশ্য হচ্ছে, প্রসূতি মৃত্যু হ্রাস ও প্রসব জনিত রোগভোগ থেকে রক্ষা করা। দারিদ্রতা হ্রাসকরণে বিগত সময়ে সরকারী ও বেসরকারী উদ্যোগে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহন করা হলেও তাতে নাগরিকদের অংশগ্রহণ ও নজরদারি ভূমিকা ছিল অনেকাংশে সীমিত। যার ফলে জবাবদিহিতার অভাবের কারণে কমিউনিটি ক্লিনিকসেবা সমূহের সফলতা ও ছিল সীমিত। সরকারী উন্নয়ন কর্মকান্ডসমূহে নাগরিকদের  (যুব তরুণ) ভূমিকা রাখা খুবই জরুরী। নাগরিকদের দায়িত্ববোধকে সমুন্নত রাখার পাশাপাশি সরকারী উদ্যোগসমূহে নাগরিকদের দায়িত্ববোধও জাগ্রত করা প্রয়োজন। এমনই একটি মূল্যবোধের জায়গা সামাজিক নিরীক্ষণ। যা-নাগরিক অধিকার ও দায়িত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রামীণ নারী উন্নয়ন সংস্থা বিগত সময়ে পটুয়াখালী জেলায় সরকারী উন্নয়ন কার্যক্রমে নাগরিকদের নজরদারী ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রটি নিরবিচ্ছন্ন চর্চা এবং সার্বিকভাবে দুর্নীতি হ্রাসে নাগরিকদের সক্রিয় হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় একশনএইড’র সহায়তায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নে একসেস এবিলিটি ইন পাবলিক সার্ভিস খ্রো ইয়ুথ লিডারশীপ আওতাধীন চর এলাকায় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা কার্যকারিতা পরিমাপ করার জন্য সামাজিক নিরীক্ষণ বাস্তবায়ন করে আসছে।
সাইফুল ইসলাম পরিচালনায় পাবলিক হিয়ারিং সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক সার্ভিস প্রোভাইটর মো: ছিদ্দিকুর রহমান। স্বাস্থ্যকর্মী  মো: সোলায়মান শাহিন, ইউপি সদস্য সেকান্দার আলী খান যুব গ্রুপ সদস্য পপি আক্তার, তানজিলা বেগম ও মুক্তা বেগম প্রমুখ